শান্ত নদীর প্রবাহে আমরা হেঁটে চলি প্রাণের গভীরে আছো অন্ধকার দেখার বিনিময়ে ঠান্ডা হাওয়া সেই রঙিন, পথে একসাথে হেঁটে চলা হৃদয়ের ভাষায় আমরা কথা বলি চোখের পাতায় জমে সোনালী স্মৃতি গুলি বন্ধুত্বের রঙ তুমি অনন্ত সময়ের গান কাছে না থেকেও পাশে তোমায় ভালোবাসি জান তোমার হাতটা ধরি স্বপ্নের পথে হাঁটি রাস্তার শেষে গিয়ে আমরা কোথাও যাইনি স্বপ্নের পথে হাঁটি... বৃষ্টির দিনে আকাশটা মেঘে ঢাকে তবু তুমি হাসো আমাদের গল্প ফুটে উঠে গোলক ধাঁধায় বন্দী এ পৃথিবী তে আমরা একই মাইলফলকে চলি ধোঁয়াশা দিনে, রোদেলা বিকেলে ... তোমার সাথে আমার শুধু একটাই চাওয়া মনে রেখো আমায় প্রাণের সুরে বাঁধা বন্ধুত্বের রঙ তুমি অনন্ত সময়ের গান কাছে না থেকেও পাশে তোমায় ভালোবাসি জান তোমার হাতটা ধরি স্বপ্নের পথে হাঁটি রাস্তার শেষে গিয়ে আমরা কোথাও যাইনি আমরা কোথাও যাইনি...
Abrar Fahim的其他专辑
- 1737216000000
- 1734624000000
- 1726329600000
- 1726156800000
- 1725552000000
- 1725033600000